মান্ত্রা ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন সুদর্শন ঋত্বিক রোশন (দেখুন ছবিতে)

গত অক্টোবর মাসে তিনদিন ব্যাপী বলিউডের রূপসী এবং সুদর্শন তারকাদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়ে যায় মান্ত্রা ফ্যাশন উইক। তবে সম্প্রতি এই ফ্যাশন উইকের কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পরে। যা ঋত্বিক রোশনের ভক্তদের পুলকিত করবে বৈকি।

তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের শেষদিন র‍্যাম্পে তিনি উপস্থিত হওয়া মাত্রই উপস্থিত অতিথিদের উল্লাস ছিল চোখে পড়ার মত। ওইদিন ঋত্বিক ক্যাজুয়াল পোশাকেই র‍্যাম্পে হাঁটেন।
null
এই ফ্যাশন উইকে প্রতিদিনই কোন না কোনা বলিউদ তারকা হেঁটেছেন। ১ম দিন র‍্যাম্পে হাঁটেন সুস্মিতা সেন থেকে শুরু করে দিয়া মির্জা। এরপরের দিন কালকি কোচলিন এবং রূপসী ডায়না পেন্টিও হাঁটেন।
null
দেখুন র‍্যাম্পে বেশ হিরোয়িক ভঙ্গিতেই হেঁটে আসছেন ঋত্বিক।
null
ঋত্বিকের একঝলক পাবার আশায় তরুণী থেকে শুরু করে তরুণরাও অপেক্ষা করেন।
null
কে বলবে এই নায়কের দুটি ছেলে সন্তান রয়েছে? পারফেক্ট বডি ধরে রাখতে এই তারকা যে কম ঘাম ঝোড়ান না তা কিন্তু তাকে দেখলেই বোঝা যায়।



মন্তব্য চালু নেই