মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাপা

সরকার কথা দিয়ে কথা রাখছে না এমন অভিযোগ করে সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আজ হোক, কাল হোক জাতীয় পার্টি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমার স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।’

বুধবার সন্ধ্যায় রংপুরের দর্শনায় পল্লী নিবাসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এরশাদ বলেন, ‘দেশে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। ছাত্রলীগ নিজেদের মধ্যে খুনোখুনিতে ব্যস্ত। প্রাইমারীর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব দেখে বুঝা যায় দেশের অবস্থা ভালো না। দেশে অশান্তি বিরাজ করছে।’

জাপা চেয়ারম্যান আরো বলেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপি এ দুইদলকে আর ক্ষমতায় দেখতে চায় না। মানুষ চায় পরিবর্তন। এ পরিবর্তন আনতে জাতীয় পার্টি প্রস্তুত। যে কোনো সময়ে নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তত রয়েছে।’

এসময় এরশান ঘোষণা দিয়ে বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই রংপুর জাতীয় পার্টির কাউন্সিল হবে। এ কাউন্সিলে এক লাখ লোকের সমাগম হবে। জাতীয় পার্টি রংপুর থেকে যে কটি আসন হারিয়েছে সেই সব আসন আবার ফিরিয়ে আনা হবে।’

এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি আসিফ শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই