মানুষ যখন মসজিদ নিয়ে গর্ব করা শুরু করবে তখন কী হবে?
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ
যত দিন লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত হবেনামুমিন। [মুসনাদে আহমাদ। ইমাম আলবানী সহিহ বলেছেন। সহিহুল জামে, হাদিস নং ৭২৯৮]
ইমাম বুখারী (র.) আনাস [রা.] হতে বর্ণনা করে বলেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না মুমিন। [বুখারি, অধ্যায় ;কিতাবুস সালাত] উমার [রা.] মসজিদকে জাঁকজমক করতে নিষেধ করেছেন। [ফাতহুল বারী ১/৫৩৯|]
মোটকথা আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মসজিদ আবাদ করতে হবে। তা বড় করে নির্মাণ করা ও চাকচিক্যময় করার মাধ্যমে নয়।
সঙ্কলন : আব্দুল্লাহ শাহেদ আল-মাদানি
গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান
মন্তব্য চালু নেই