মানুষ নয়, ছাগল দেখে ভয় পেল হাতি!

ছোট্টবেলায় ভয় কে না পায়? সে মানব সন্তান হোক আর প্রাণীকূলের সন্তান। অস্বভাবিক কিছু দেখলে ভয় সে পাবেই পাবে। কান্নাকাটি করে। আর তখন বাবা-মাকেই ছুটে আসতে হয় সে ভয় কাটাতে।

সম্ভবত এইভয় খুব অজানা জিনিসের প্রতি ভয়, যেটা সমস্ত প্রাণীর ডিএনএতে ঢুকিয়ে দেয়া আছে। তা না হলে একটা ছাগলের বাচ্চা দেখে একটা হাতির বাচ্চা ভয় পেয়ে এমন ভো দৌড় দিয়ে তার মায়ের আঁচলের তলায় চলে যাবে কেন?

নেপালের একটি হাতির বাচ্চা মানুষের সাথে দাঁড়াতে ভয় পায়নি। কিন্তু সেখানে যখন একটা ছাগলের বাচ্চা এসে হাজির হলো তখন তার মাথা খারাপ হয়ে গেলো। এক দৌড়ে চলে গেলো মায়ের কাছে।



মন্তব্য চালু নেই