মানুষ এ সরকার থেকে রেহাই চায় : খালেদা

গুম-খুন-দমন পীড়নে গোটা দেশ জিম্মি হয়ে পড়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘মানুষ এ সরকারের হাত থেকে রেহাই চায়।’

তিনি বলেন, ‘অবৈধ সরকারের নির্যাতনে প্রতিটি পরিবার আজ আতঙ্কের মধ্যে রয়েছে। গুম-খুন থেকে মুক্তি চায় দেশের জনগণ।’

বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বইটি সম্পাদনা করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ গ্রন্থের প্রকাশক দলের জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ মো: মেহেদী হাসান হিমু।

মানুষ বর্তমান পরিস্থিতির পরিবর্তন চায় উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘কে, কখন গুম-খুনের শিকার হবে, সবাই সেই দুশ্চিতায় থাকছেন। এই সরকারের জুলুম অত্যাচার নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ট। তাই মানুষ সুশাসনের জন্য পরিবর্তন চায়।’

বিভিন্ন জেলা শহরে বিএনপির জনসভায় ব্যাপক জনসমর্থন পাচ্ছেন জানিয়ে প্রাক্তন এ প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের সাড়া পাচ্ছি। যার কারনেই সব জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে।’

বিএনপির ভবিষ্যত সরকার বিরোধী আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

বক্তব্য শেষে ‘অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ বইটির মোড়ক উন্মোচন করেন খালেদা জিয়া। বইটি প্রকাশ করার জন্য তিনি বগুড়া জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।



মন্তব্য চালু নেই