মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার
আব্দুর রহমান, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা শহর ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে আবারও কম্বল বিতরণ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী। সোমবার ভোর বেলা শহরের পাকা পোলের মোড়সহ বিভিন্ন জায়গায় তিনি এসব কম্বল বিতরণ করেন। এ পর্যন্ত তিনি দুস্থ-গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪হাজার ৭শত ৭০টি কম্বল বিতরণ করেছেন।
অপ্রত্যাশিতভাবে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে পাকা পোলের উপর বসে থাকা খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। এসময় শহরের পাকাপোলের মোড়ের জোন দিয়ে খেটে খাওয়া মোকছেদ আলী ও শামসুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার স্যার এভাবে আমাদের হাতে কম্বল তুলে দিবেন এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এর আগের ডিসি স্যারও মানুষের বাড়ী বাড়ী যেয়ে কম্বল দিয়ে আসতেন বলে জানান তারা।
সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী বলেন, ‘শীতার্ত অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় নির্দেশের পাশাপাশি এটা একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা যেন সব সময়ই তাঁদের পাশে দাড়াঁতে পারি।’
মন্তব্য চালু নেই