‘মানুষের আস্থা ফেরাতে বদ্ধপরিকর ইসি’
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। সব ধরনের অনাস্থা, অবিশ্বাস থেকে উত্তরণ ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়ে আনতে বর্তমান কমিশন বদ্ধপরিকর। এক্ষেত্রে কারো কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।’
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউজে পাবনার দুই উপজেলার উপ-নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
এ সময় কবিতা খানম বলেন, ‘অবাধ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন। সবার অংশগ্রহণে সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ দেখতে চায় নির্বাচন কমিশন।’
পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জিহাদুল কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুভাষ চন্দ্র, র্যাব-১২ পাবনার সহকারি পরিচালক থোয়াই মারমা, জেলা আনসার অ্যাডজুটেন্ট সৈয়দ মোস্তাক হাসানসহ নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই