মানিকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বিচারবিভাগ সম্পর্কে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য মিডিয়ায় প্রচার না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী এই রিট আবেদনটি দায়ের করেন। সম্প্রতি বিচার বিভাগ নিয়ে মানিকের বক্তব্য যাতে প্রচার না করা হয় সে বিষয়ে একটি নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় একটি উকিল নোটিস পাঠিয়েছিলেন এই আইনজীবী। নোটিসের কোনো জবাব না পেয়ে তিনি রিট আবেদন করেন।



মন্তব্য চালু নেই