‘মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন সংশোধন’
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নিতে আইনের বিধি বিধান সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
বৈঠকে মাদক দ্রব্য পাচার রোধে মোবাইল কোর্ট আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য চালু নেই