মানবাধিকার শান্তি পদক পেলেন পঞ্চসারের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোস্তফা
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা মানবাধিকার শান্তি পদক পেয়েছেন।
রোববার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচার একটি রেষ্টুরেন্টে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় দেশের আরও ১৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে এ পদক প্রদান করা হয়। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস নামে একটি মানবাধিকার সংগঠন এ পদক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচাপতি মকবুল হক। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের সভাপতি লুৎফুন আহসান বাবুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব তপন কুমার নাথ, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই