কাজী রিয়াজুল জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান
সাবেক সচিব কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ড. মিজানুর রহমানের স্থলাভিসিক্ত হলেন।
মঙ্গলবার (২ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সাবেক সচিব কাজী রিয়াজুল হককে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান দু’দফা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। গত ২৩ জুন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের মেয়াদ শেষ হয়।
মন্তব্য চালু নেই