মাননীয় স্পিকার তাহলে মন্ত্রীরা কি করে?

কথায় কথায় ‘প্রধানমন্ত্রীর নির্দেশে’ মন্ত্রীদের এমন সম্মোধনে তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘মাননীয় মন্ত্রীরা শুধু কথায় কথায় বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে। মাননীয় স্পিকার তাহলে মন্ত্রীরা কি করে?’

রোববার সকালে দশম জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম সংসদে একথা বলেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে আলোচনা করতে গিয়ে হাজি সেলিম ঢাকার যানজটের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঢাকার যানজট এতো বেশি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে মানুষ চলাফেরা করতে পারছে না, তাদেরকে রাস্তায় ইফতার করতে হচ্ছে, রোগী নিয়ে কেউ জরুরি ভিত্তিতে হাসপাতালে পৌঁছতে পারছে না।’

ট্রাফিক পুলিশ থাকলেও তা অকার্যকর বলে দাবি করেন এ সাংসদ। তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, মানুষ অনেক অসুবিধায় রয়েছে। দ্রুত এটার একটা বিহিত হওয়া প্রয়োজন।’



মন্তব্য চালু নেই