মাদকাসক্ত পুত্রকে মায়ের পুলিশে সোপর্দ, অতঃপর কান্নাকাটি
নীলফামারী জেলা সদরের মাষ্টারপাড়া মহল্লার মতলুক সুলতানা ইতি বুধবার সকাল ১১ টায় তার মাদকাসক্ত পুত্র মঞ্জুরুল হক (২৪) কে পুলিশে সোপর্দ করেন, এবং শাস্তি দাবি করেন ।
পরে দুপুর দেড় টায় ভ্রাম্যমান আদালতের বিচারে মঞ্জুরুল হক কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
রায়টি প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ।
মতলুক সুলতানা ইতি জানান, তার পুত্র দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে মাতলামি করে পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করে অাসছিল । তাই পরিবারের সম্মান ও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে বাধ্য হয়েই ওকে পুলিশে সোপর্দ করি ।
এদিকে ছেলেকে পুলিশে সোপর্দ করে ১ বছরের জেল হওয়ায় কান্নাকাটি করছেন মা মতলুক সুলতানা ইতি ।
সূত্রমতে, তিনি নাকি ভাবেননি তার ছেলের এতদিনের জেল হবে!
মন্তব্য চালু নেই