মাদকসেবী সন্ত্রাসী ও সুদখোরদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেয়া হবে : পুলিশ সুপার মঞ্জুরুল কবির

সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, সন্ত্রাস, সুদী কারবার ও মাদক মারাত্মক অপরাধ। কুল্যায় ছিনতাইয়ের ঘটনাও মানুষকে কষ্টের মধ্যে রেখেছে। ৭ দিনের মধ্যে বুধহাটা এলাকা থেকে এ অপরাধ দমন করা হবে। বিডে দায়িত্বরত সাব ইন্সপেক্টরকে ৭ দিনের মধ্যে এদেরকে গ্রেফতার করতে নির্দেশ দিয়ে তিনি বলেন, না হলে তাকে সাসপেণ্ড করা হবে। অপরাধীদের কাছে অস্ত্রশস্ত্র থাকে, তারা অস্ত্রের ব্যবহার করলে পাল্টা গুলি ছুড়তে হবে। তবুও অপরাধীদের ছাড় দেয়া যাবেনা। পুলিশ সুপার বলেন, যেখানে ভাল মানুষ থাকে সেখানে অপরাধীও থাকতে পারে। শয়তান স্বর্গে ছিল। খারাপ মানুষকে দমন করা আমাদের সকলের দায়িত্ব। বুধহাটার এক সুদখোরকে পুলিশ গ্রেফতার করেছিল। সকল সুদখোরকে ৭ দিনের মধ্যে তাদের কর্ম ছাড়ার আহবান জানিয়ে তিনি বলেন, অপকর্ম না ছাড়লে ৭ দিন পর তাদের অবস্থা সন্ত্রাসী, মাদকসেবীদের মত হবে। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী কারাকোষ্টে থাকা স্বত্বেও তাকে চাঁদে দেখা গেছে বলে অপপ্রচার চালান হয়েছিল। ধর্মপ্রাণ মানুষকে মিথ্যা প্রচারণা চালিয়ে সন্ত্রাসী কাজে প্রলুব্ধ করা হয়েছিল। সাঈদীকে চাঁদে দেখার প্রচার শিরক ও কবিরা গুনাহ। শ্রেষ্ঠতম ধর্ম ও শান্তির ধর্ম ইসলামে মানুষ খুন করার বিধান নেই বরং সকল ধর্মের নিরাপত্তার কথা বলা হয়েছে ইসলামে। তিনি সকলকে সন্ত্রাস, অপকর্ম, ছিনতাই, মাদক ব্যবহার, নাসকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি উপরোক্ত কথা বলেন। সন্ত্রাস ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রেজওয়ান আলি। সাংবাদিক অসীম চক্রবর্তী ও ফারুক হোসেন লেলিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মেহদী হাসান, এএসপি (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন, ওসি আহসান হাবিব পিপএম ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও প্রভাষক মাহবুবুল হক ডাবলু। এছাড়া আওয়ামীলীগ নেতা ঢালী মোঃ সামছুল আলম, অধ্যাপক মফিজুল হক, নুরুজ্জামান জুলু, জলিল উদ্দিন ঢালী, মেম্বার আবু সাইদ, সহকারী প্রধান শিক্ষক দাউদ হোসেন, আশু, আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে আমন্ত্রিত শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই