মাথায় গুলি করে ল্যাপটপ ছিনতাই

রাজধানীর হাতিরপুলে দুর্বৃত্তদের গুলিতে সানোয়ারা গ্রুপের ম্যানেজার নিহত হয়েছে। নিহতের নাম ওবায়দুল হক (৩০)। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই শেখ আহমেদ জানান, বসুন্ধরা সিটিতে ওবায়দুলের অফিস। গতকাল রাতে রিকসাযোগে ৫৭ হাতিরপুলের বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ল্যাপটপ ও মানিব্যাগ নিয়ে যায়। পরে কলাবাগান থানার ওসি গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে মারা সে।

তিনি আরো জানান, নয় ভাইবোনের মধ্যে সে সবার ছাটো। সাত মাস আগে সে বিয়ে করে। তার স্ত্রী সোনিয়া বেগম বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।

নিহত ওবায়দুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের চানগাঁওয়ে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় নিহতের খালাতো ভাই ইয়াসিন মো. আদনান বাদী হয়ে একটি মামলা করেছেন।



মন্তব্য চালু নেই