মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকালেন ডোয়াইন স্মিথ!

হংকং টি-টোয়েন্টি ব্লিটজে বুধবার মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটা অন্যতম দ্রুততম সেঞ্চুরি। ৩৩ বছর বয়সী স্মিথ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইনিংসের প্রথম ওভারে একাই ২৮ রান নেওয়া স্মিথ শেষ পর্যন্ত ৪০ বলে ১২১ রানে অপরাজিত ছিলেন।

উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথের এই সেঞ্চুরিতে সিটি কাইটাককে ৮ উইকেটে পরাজিত করেছেন কোলুন ক্যান্টন্স। ২০১৩ সালে ভারতীয় প্রিমিয়ার লিগে ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। কাইটাকের বাঁ-হাতি স্পিনার নাদিম আহমেদের প্রথম ওভারে মাত্র ৫ বলে স্মিথ ৪টি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সহায়তায় ২৮ রান সংগ্রহ করেন।

৬ষ্ঠ ওভারে নাদিম আবারো আক্রমণে ফিরে এসে ২৯ রান দিয়েছেন। ১২তম ওভারে স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেন। পুরো ইনিংসে স্মিথ ১৩টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া ৩৩ বলে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। ৬ উইকেটে কাইটাকের করা ১৯৯ রানের জবাবে কোলুন দুই উইকেটে ১৪.৩ ওভারে ২০৪ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় নিশ্চিত করেছে।



মন্তব্য চালু নেই