মাত্র তিন অক্ষরে থমকে যাবে আপনার আইফোন!

শুধু মাত্র তিনটি অক্ষর দিয়ে থমকে দেয়া যাবে আইফোনকে এমনটাই দাবি করছে সমালোচনা এবং পর্যবেক্ষণের জন্য পরিচিত ইউটিউব চ্যানেল ‘এভরিথিংঅ্যাপলপ্রো’। একটি সাদা ফ্লেগের ইমোজি, জিরো ডিজিট এবং রেইনবো ইমোজি একসঙ্গে আইফোনে প্রেস করলে আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস 10 রেইনবো ফ্লাগে এই ডিজিটগুলোকে রূপান্তর করতে চায় ও বিভ্রান্ত হয়ে নির্দেশনা হারিয়ে ফেলে বলে বলা হয় একটি প্রতিবেদনে।

একটি টেক্সট মেসেজের মাধ্যমে আইওএস 10 যুক্ত আইফোনে কেউ এই ইমোজি ক্রম অনুযায়ী পাঠালে সেই ফোন স্থির হয়ে যায় এবং কাজ করা বন্ধ করে দেয়। আইওএস 10 যুক্ত অ্যাপল ইউজার মেসেজটি খুলতেও পারবেন না এমনকি দেখতেও পারবেন না। মেসেজটি আসার সঙ্গে সঙ্গেই ফোনটি স্থির হয়ে যাবে।

সাধারণ টেক্সট মেসেজ-এর মতো এ ধরনের ইমোজির টেক্সট মেসেজ বানানো এবং পাঠানো অত সোজা নয় বলেও জানানো হয় সাইটটিতে। এ ধরনের কোনো সন্দেহজনক মেসেজ এলেও চিন্তার কোনো কারণ নেই , আইফোনটি একটি সময় পরে নিজেই রি-স্টার্ট নেবে বা স্থির থেকে পুনরায় আগের মতো কাজ করবে।-কলকাতা



মন্তব্য চালু নেই