মাত্র একটি টুথপিক দিয়ে করে ফেলুন ফ্লাওয়ার নেইল আর্ট (ভিডিও)

নেইল আর্ট করার শখ আছে স্টাইলিশ মেয়েদের, কিন্তু এতো সময় কোথায়? সময়ের কথা বাদ দিলেও, এতো কঠিন কঠিন নেইল আর্ট করার মতো ধৈর্য বা দক্ষতা সবার থাকে না। তাই বলে কি নেইল আর্ট করা যাবে না? অবশ্যই যাবে। চলুন, দেখে নেই খুব কম সময়ে ফ্লাওয়ার নেইল আর্ট করার পদ্ধতিটি। এতে সময় লাগবে খুব কম, আর দরকার হবে মাত্র একটি টুথপিক! যে কেউ করে ফেলতে পারবেন দারুণ সহজ এই নেইল আর্ট।
যা যা লাগবে
– একটা টুথপিক
– প্লাস্টিকের শিট অথবা অ্যালুমিনিয়াম ফয়েল
– দুই রঙের নেইল পলিশ
– টপ কোট এবং বেস কোট
যা করতে হবে
১) প্রথমে নখে বেস কোট দিয়ে গাড় একটি রঙের নেইল পলিশ লাগিয়ে নিন। এর ওপরে যে নেইল পলিশ দেবেন তার রঙ যেন উজ্জ্বল হয় এবং দুটো রঙের কনট্রাস্ট যেন ভালো হয় তার দিকে লক্ষ্য রাখুন। রঙ্গিন নেইল পলিশের ওপর সাদা নেইল পলিশ ব্যবহার করতে পারেন।
২) কয়েক ফোঁটা সাদা নেইল পলিশ প্লাস্টিকের ওপর নিন। এরপর টুথপিকের আগায় অল্প করে নেইল পলিশ নিয়ে নখের এক কোনা থেকে ভেতরের দিকে কয়েকটি দাগ দিন (ভিডিওর মতো করে)।
৩) এবার একটু একটু করে নেইল পলিশ টুথপিকে নিয়ে এই দাগের ওপরে দিয়ে ফুলের পাপড়ি তৈরি করুন।
৪) একইভাবে নখের গোড়ার দিকে আরেকটি ফুল তৈরি করুন।
৫) নেইল পলিশ শুকিয়ে এলে ওপরে টপ কোট দিয়ে নিন।
হয়ে গেলো ট্রেন্ডি ফ্লাওয়ার নেইল আর্ট। খুব কম সময় লাগলো, তাই না? যে কোনো উৎসবে পোশাকের রঙের সাথে মিলিয়ে ফ্লাওয়ার নেইল আর্ট করতে পারেন। আরও জমকালো এফেক্ট তৈরি করতে হলে ব্যবহার করতে পারেন গ্লিটার অথবা বসিয়ে নিতে পারেন স্টোন।
ভালো করে বোঝার জন্য পুরো প্রণালীটি দেখে নিতে পারেন ভিডিওতে।
মন্তব্য চালু নেই