মাঠি থেকে ৩০০ ফুট উপরে উঠে মালাবদল করে পাত্রের গলায় ঝুলল পাত্রী
কে না চায়, জীবনের এই বিশেষ দিনটিকে স্পেশাল করে তুলতে৷ যা বাকিদের থেকে তাঁদের করে তুলবে সতন্ত্র৷ কিন্তু তা বলে এমনটি করে বসবে এই যুগল, তা কেউ কল্পনাও করতে পারেনি৷
মাটি থেকে ৯০ মিটার উঁচুতে ঝুলন্ত অবস্থায় গাঁটছড়া বাঁধলেন এই ‘নির্ভীক’ দম্পতি৷ কিন্তু কেন? বলা ভালো হবে নাই বা কেন?
কোলাপুরের এই বর-বধূর প্রথম সাক্ষাৎ হয়েছিল ট্রেকিং করতে গিয়ে৷ পাহারকে সাক্ষী রেখেই গড়ে উঠেছে তাঁদের প্রেম৷ তাই রোপওয়েতে ঝুলে মালাবদল তাঁদের কাছে অকল্পনীয় নয়৷ সোমবার সকালে রোপওয়েতে ঝুলন্ত অবস্থাতেই একে অররের গলায় মালা পরিয়ে দেন জেহদির এবং রেশমা৷ মাল্যদান হতেই নীচ দাঁড়ানো আত্মীয়-পরিজনরা উল্লাসে ফেটে পড়েন৷ বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি সকলের কাছে পৌঁছে দিতে চলতে থাকে রানিং কমেন্ট্রি৷ সব রকম সতর্কতা মেনেই বসেছিল ‘ঝুলন্ত’ বিয়ের আসর৷ শূন্যে ভেসে নির্বিঘ্নেই সম্পন্ন হয় বিবাহপর্ব৷এর পর হয়তো সত্যিই বলা যায়, ‘‘love was truly in the air!’’
মন্তব্য চালু নেই