মাটি থেকে ৫১০০ ফুট উপরে শান্ত সবুজের এই সাম্রাজ্য

শান্ত৷ একেবারে শান্ত চারদিক৷ যেদিকে চোখ যায়, কুয়াশা ঘেরা সবুজের রাজ্য৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫১০০ ফুট উপরে পেদংয়ের এই নির্জনতা উপভোগ করতেই ভিড় জমান পর্যটকরা৷

কী দেখবেন:

১. সবুজের এই শান্ত সাম্রাজ্যে ঘুম ভাঙবে পাহাড়ি পাখিদের সুরে৷

২. কাঞ্চনজঙ্ঘার পাশ থেকে মন ভোলানো রূপে প্রকৃতিকে রাঙিয়ে তুলবে সূয্যিমামা৷

৩. পেডংয়ের অন্যতম আকর্ষণ ডামসাংডুগি দূর্গ৷ ভুটিয়া ও লেপচা সংঘর্ষের জীবন্ত দলিল৷

৪. পাশেই রয়েছে তিনচুলের অপার সৌন্দর্য৷ সুগভীর গিরিখাত, সুবিশাল সুবজ উপত্যকা৷

৫. পেডং শুধুমাত্র সৌন্দর্যের খাতিরেই পরিচিত নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও গুরুত্বপূর্ণ৷ এখান থেকেই নাথু লা গিরিপথ হয়ে পৌঁছনো যায় তিব্বতে৷ যা ইতিহাসে প্রসিদ্ধ ‘সিল্ক রুট’ নামে৷

কীভাবে যাবেন :

দার্জিলিং থেকে ৭৫ কিলোমিটার দূরে পেদং৷ শিলিগুড়ি থেকে এই পাহাড়ি গ্রামের দূরত্ব ৮৫ কিলোমিটার৷ শিলিগুড়ি বা দার্জিলিং থেকে গাড়ি বুক করে যাওয়া যায়৷ যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ৷

কোথায় থাকবেন:

প্রকৃতির মাঝে থাকতে গেলে বিলাসের আশা একটু ছাড়তে হবে৷ পেডংয়ের হোটেলগুলি মাঝারি মানের৷ তবে ন্যূনতম পরিষেবা অবশ্যই পাবেন৷-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই