মাছের ঝোল খেয়ে ৪০০ ভারতীয় সেনা গুরুতর অসুস্থ

মাছের ঝোল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতের কেরালার পাল্লিপুরম ক্যাম্পের অন্তত ৪০০ সেনা। পুলিশ সূত্রের খবর, শনিবার সিআরপিএফের ওই ক্যাম্পের প্রায় ১০৯ জনের অবস্থা বেশ গুরুতর।

মাছের ঝোল খাওয়ার পর খাদ্যে বিষক্রিয়া থেকেই বমি ও ডায়রিয়া নিয়ে অসুস্থ সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টাকে রাজ্য ও কেন্দ্র সরকার গুরুত্বের সাথে দেখছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে তদন্তে নেমে দেখে গিয়েছে, মাছের ঝোল খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ে সেনারা। কেরালার রাজধানী শহরের ত্রিভান্দ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিআরপিএফ সেনাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলাজা।



মন্তব্য চালু নেই