মাগুরা শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ বাজার ও দ্বারিয়াপুর বাজার প্রাঙ্গনে শুক্রবার সকালে খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে । এ কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার প্রকল্প(টেক অফিসার) কর্মকর্তা বিধান কুমার দাস ও দ্বারিয়াাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন কানন। এ সময় উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম বিশ্বাস, ইউপি সদস্য বদরুল আলম বিশ্বাস প্রমুখ।

৮ শত ৮২ জন হতদরিদ্রদের মাঝে ২৬ হাজার ৪ শত ৬০ কেজি চাল সপ্তাহের শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রি করা হবে। দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন জানান “হতদরিদ্র্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করা ্চাল যাতে কেউ অসৎ উপায়ের মাধ্যমে কিনতে না পারে সেজন্য আমি প্রতিটি বিক্রয় কেন্দ্র সরজমিন তদারকি করছি। সরকারের এই উদ্যোগ যাতে সফল হয় সে চেষ্টা আমার থাকবে।”



মন্তব্য চালু নেই