মাগুরা শ্রীপুরে বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা ও কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুরে মঙ্গলবার বিকালে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের এক মতবিনিময় সভা ও শ্রীপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমএ মুঈদ হোসেন খান আরিফ। বক্তব্য রাখেন দ্বারিয়াপুর ইউনিয়নের সমন্বয়কারি আশিকুর রহমান, মোঃ হোসাইন, বদিয়ার রহমান, ইকবাল শরীফ, নাসির উদ্দিন মৃধা, আসাদ আলী, মোঃ সেলিম প্রমুখ। পরে শওকত আলী মিয়াকে সভাপতি ও সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপি সরদার।



মন্তব্য চালু নেই