মাগুরায় বাল্য বিবাহের অপরাধে বর ও কনের পিতার কারাদন্ড

মাগুরা প্রতিনিধি : গোপনে অনুষ্ঠিত হতে যাওয়া বাল্য বিবাহের অপরাধে বর, বরের অভিভাবক ও কনের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি গত মঙ্গলবার মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামে ঘটেছে।

আদালত সুত্রে জানাযায়, শালিখা উপজেলার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ও একই গ্রামের ইয়ার আলী বিশ্বাসের কন্যা ইভানা খাতুন (১৬) এর সাথে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সাতচর গ্রামের মৃত মাইজদ্দিন মোল্যার ছেলে মিলন মোল্যার সাথে বিয়ের আয়োজন হচ্ছিল। বর যথারীতি বরযাত্রীসহ বিয়ের অনুষ্ঠানে এলে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে এবং বর মিলন, অভিভাবক জামাল হোসেন ও কনের পিতা ইয়ার আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করেন।



মন্তব্য চালু নেই