মাগুরায় সাপের কামড়ে সাপুড়ে ও তার পুত্রের মৃত্যু
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে সাপের কামড়ে সাপুড়ে ও তার পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে সাপুড়ে মনিপদ বিশ্বাস (৬২) ও তার ছেলে কুমারেশ বিশ্বাস(৩১)।
নিহতের পরিবারের সদস্য বিজলী বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে তারা দু’জন পার্শবর্তী নড়িহাটি কালিমন্দিরে সাপ ধরতে যায়। সেখানে সাপের কামড়ে অসুস্থ হয়ে বিকালে মারা যায় কুমারেশ। পরে বাড়িতে এসে ধৃত সাপ দুটি মাটির হাড়ি থেকে বের করার সময় এটির কামড়ে অসুস্থ হয় সাপুড়ে মনিপদ বিশ্বাস।
সন্ধ্যায় তাকে স্থানীয় ভাবে চিকিৎসার পর মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে তারা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
এ সময় মনিপদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। মনিপদ বিশ্বাস দীর্ঘ ৪০ বছর ধরে সাপ ধরা ও বিক্রির পেশায় সম্পৃক্ত।
ঘটনার দিন ধৃত সাপ দুটিকে সে শুফিকুল নামে এক সাপুড়ের কাছে বিক্রির জন্য মাটির হাড়ি থেকে বের করছিল। এ ঘটনার আগে তার ছেলেকে সাপে কামড়ালেও সে সেটা বুঝতে না পেরে পার্শবর্তী বাজারে সাধারন চিকিৎসা নিতে পাঠায়। আর সেখানেই তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই