মাগুরায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা জাগরণী চক্র ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুদান প্রদান করেছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জাগরণীর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রাণী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা বিভাগের সহকারি পরিচালক সরোজ কুমার দাস, উপজেলা মৎস্য বিষয়ক প্রশিক্ষক রীতা রানী গোপ, জেলা এসজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিক ও জাগরণী ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক কর্মকর্তা শাহিন মৃধা।
অনুষ্ঠানে ৫০জন ছাত্র-ছাত্রীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই