মাগুরায় পালিত হলো বিশ্বসাদাছড়ি নিরাপত্তা দিবস

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আজ শনিবার পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস।‘সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ দিনটির আয়োজন করে।

এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক শেখ মাহেনুল হকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো: জাহিদুল আলম, জেলা এনজিও কোঅর্ডিনেটর আব্দুল হালিম, তরঙ্গ প্রতিবন্ধি সংস্থার সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিমসহ প্রমূখ। সভায় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। পরে অতিথিবৃন্দ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন।



মন্তব্য চালু নেই