মাগুরায় পাটকাঠির প্রক্রিয়াজাত কারখানায় আগুন

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকায় পাটকাঠি পুড়িয়ে বিদেশে রপ্তানির জন্য ছাই তৈরীর একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। রবিবার দুপুরে প্রক্রিয়াজাত করার জন্য কারখানা প্রাঙ্গনে রাখা পাটকাঠির গাদিতে আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান- বেলা ১১টার দিকে ওই পাটকাঠির গাদিতে আগুন লাগে। এ সময় দ্রুত মাগুরা ও পার্শ্ববর্তী ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। প্রায় ২ ঘন্টা চেষ্টায় বেলা ১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসে। তবে যেহেতু পাটকাঠি খুবই দাহ্য সেই জন্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আরো ২ থেকে ৩ ঘন্টা লেগে যেতে পারে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় কারখানার মুল অংশে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে তিনি জানান।

কারখানা কর্তৃপক্ষ দাবীমতে দুর্ঘটনায় প্রায় ২ লাখ টাকার পাটকাঠি পুড়ে গেছে। চিন ও বাংলাদেশের যৌথ মালিকানায় এ কারখানা থেকে প্রক্রিয়াজাতকৃত ছাই চিনসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়।



মন্তব্য চালু নেই