মাগুরায় নবগঙ্গা নদী বাচাতে জাগো মাগুরার মানববন্ধন-সমাবেশ

মাগুরা প্রতিনিধি : মাগুরার প্রাণ নবঙ্গা নদী বাচতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার সচেতন নাগরিকরা। জাগো মাগুরা নামে একটি সংগঠন সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সকাল ১১ টায় জাগো মাগুরার আহবায়ক সৈয়দ বারিক আনজাম বরকি’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজসেবক আব্দুর রউফ মাখন, অ্যাড. আলী আক্তার, অ্যাড. কাজী মিনহাজ উদ্দিন, প্রধান শিক্ষক এটিএম আনিচুর রহমান, সাবাদিক রুপক আইচ, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরা শহরের উপর দিয়ে প্রবাহিত নবাগঙ্গা নদী মাগুরাবাসীর প্রান। কিন্তু পলি পড়ে নদীটি আজ মৃতপ্রায়। আর এ সুযোগে দখল হচ্ছে নদীর দু’পাড়। ময়লা আর্বজনা ফেলে দুষিত করা হচ্ছে নদীর পানি।

বক্তারা ময়লা আর্বজনা ফেলা বন্ধ ও দখলমুক্ত এবং ড্রেজিং করে মাগুরা প্রান নবগঙ্গা নদীকে বাচাতে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কাছে দাবী জানান।



মন্তব্য চালু নেই