মাগুরায় জেলা বিতর্ক প্রতিযোগিতায় চরমহেশপুর বিজয়ী

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বেসরকারি সংস্থা ব্র্যাক পেইস প্রোগ্রামের উদ্যোগে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নান্দয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় জেলার শালিখা উপজেলার থৈপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় জেলার মোট ৬টি স্কুল দল অংশগ্রহণ করে।
‘মানসম্পন্ন শিক্ষা অর্জনে পাঠ্য বইয়ের ভূমিকাই মুখ্য’ এই বিষয়ের উপর ভিত্তি করে চূড়ান্ত বিতর্কে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকদল বিজয়ী হয়। বিজয়ী দলের দলনেতা প্রদিপ কুমার বিশ্বাস সেরা বক্তা হিসেবে নির্বাচিত হন। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আনিসুর রহমান। বিচারক ছিলেন সাংবাদিক রূপক আইচ, শিক্ষক লাবনী জামান ও আবৃত্তি শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী। প্রতিযোগিতা শেষে বিতর্ককে ছাত্রছাত্রীদের মানস গঠনে অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে নিয়মিত এ ধরণের বিতর্ক প্রতিযোগিতা করার আহবান জানান বক্তরা।



মন্তব্য চালু নেই