মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধিঃ ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে‘ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১৯ জুলাই থেকে ২৫ জুলাই পালিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সভা, সমাপনী ও পুরস্কার বিতরণ সোমবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী, জেলা এনজিও কো-অর্ডিটের আব্দুল হালিম, সমাজ সেবক ও রাজনীতিবিদ বাসুদেব কুন্ডু, কৃষক নেতা সুনিল সরকার, মৎস্য চাষি আসাদুজ্জামান পাতাসহ অন্যরা। সভা শেষে ৫ জন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

সভা পরিচালনা করেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান স্বপন।



মন্তব্য চালু নেই