মাগুরায় জনপ্রতি ফিতরা ৫০ টাকা

মাগুরা প্রতিনিধি : এবার মাগুরা জেলায় জনপ্রতি ফিতরা ৫০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে । জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: মুফতি রইস উদ্দিন জানান, মাগুরা ইসলামী ফাউন্ডেশনে আলেম-ওলামা এক বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে , মাগুরায় জনপ্রতি ফিতরা ৫০ টাকা । এ ফিতরা ঈদের নামাজের আগে গবীর-মিসকিন-অসহায়-দরিদ্র এতিমদের বিতরণ করতে হবে । ফিতরা দেয়া ওয়াজিব । প্রত্যেক মুসলমান রমজানে ফিতরা প্রদান করে থাকে ।

ইসলামী শরিয়াহ মতে আটা , খেজুর , কিশমিশ , ,পনির , যব ইত্যাদি পণ্যের যেকোন একটি দিয়ে ফিতরা দেয়া যায় । আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা বাজার মূল্যে ৬৫ টাকা আদায় করতে হবে । যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা বাজার মূল্য ২০০ টাকা , কিশমিশ দিয়ে ৩ কেজি ৩০০ বা ১ হাজার টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৫০০ টাকা, পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা ফিতরা আদায় করতে হবে । দেশের মুসলমানরা নিজ সামর্থ্য অনুযায়ী পণ্যগুলোর যেকোন একটি বা বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন । এসব পণ্যের তারতম্য থাকায় স্থানীয় মূল্যেও ফিতরা আদায় করা যাবে ।



মন্তব্য চালু নেই