মাগুরায় চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা বিষয়ে সভা

শ্রাবণ, মাগুরা থেকে: মাগুরায় রবিবার বিকেলে শহরের কলেজ পাড়া স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি কার্যালয়ে চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সভা হয়েছে।

আর্টিকেল-১৯ ঢাকার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট কনাসার্ন আরডিসি মাগুরা এ সভার আয়োজন করে। সভায় আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা এহিয়া নান্টু, এ্যাড. শাহিনা আক্তার ডেইলি, প্রভাষক তানভির রহমান উজ্জ্বল, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ।

সভায় জানানো হয় বর্তমানে হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলো চিকিৎসা বর্জ্য ড্রেন ও রাস্তার আসেপাশে ফেলার কারণে নানা ধরনের পরিবেশ দুষণ হচ্ছে। বিশেষ করে বৃষ্টি হলে এই ড্রেনের বর্জ্য নদীতে গিয়ে মেসে। ফলে নদীর পানি দুষিত হয়। এই দুষনের কারণে জনসমাজে নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে এই বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই