মাগুরায় কলেজ জাতীয়করণের দাবীতে সড়ক অবরোধ ও সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া কলেজের সামনের সড়কে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ব্যানার প্লাকার্ড হাতে অবস্থান নিয়ে জাতীয়করণের দাবীতে শ্লোগান দিতে থাকে।

অবরোধ কালে ছাত্র-ছাত্রীদের অবস্থানের উভয় পাশের সড়কে প্রায় ৪ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোমিনউদ্দিন শিক্ষার্থীদের দাবী যথাযথ কতৃপক্ষের কাছে পৌছে দেয়ার আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়। পরে কলেজের কমনরুমে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান জানান যে, প্রায় ২১ বছর যাবত কলেজটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪টি বিষয়ে অনার্স কোর্সসহ স্নাতক(পাস) কোর্সে প্রায় দু’হাজার ছাত্র-ছাত্রী এ কলেজে লেখাপড়া করছে। কলেজের সু-সজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরী, ছাত্রাবাসসহ ৫টি বিশাল ভবন ও সামনে বিশাল খেলার মাঠ এখানে শিক্ষার পরিবেশে আরো সুন্দর ও মনোরম করে তুলেছে। তিনি অবিলম্বে এ কলেজকে জাতীয়করণ ভুক্তির জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এ সময় কালেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারী ও ম্যানেজিং কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই