মাগুরায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার কুমার নদীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ দেখতে বুধবার বিকেলে হাজার হাজার নারী-পুরুষ বাখেরা থেকে টেংগাখালি ব্রিজ পর্যন্ত নদীর দু’পাশে ভিড় জমায়। প্রতিবছর সদর উপজেলার মালন্দ-পঞ্চবটি গ্রামের আয়োজক কমিটি এ নৌকা বাইচের আয়োজন করে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কামরুল লায়লা জলি এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, , আটারখাদা ইউপি চেয়ারম্যান সনজীবন বিশ্বাস প্রমুখ।

প্রতিযোগিতায় রাজবাড়ি জেলার করিম মন্ডলের নৌকা প্রথম, মাগুরার শালিখা উপজেলার ধীরেন বিশ্বাসের নৌকা দ্বিতীয় এবং আড়পাড়ার সঞ্জিত বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।



মন্তব্য চালু নেই