মাগুরায় আর্ন্তজাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

শ্রাবণ, মাগুরা থেকে: জাতি ধর্ম বর্ণ শ্রেণী বয়স পেশা নির্বিশেষে সকল জনগণের মর্যাদাপূর্ণ অধিকার প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবীতে সোমবার মাগুরায় আর্ন্তজার্তিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে শহরের এম আর রোড এ জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ যৌথ উদ্দোগে এ মানবন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মুকুল শিকদার, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী তাসুকুজ্জামান, জেলা বিডিইআরএম সভাপতি বলরাম বসাক, দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, মাল্টি উইংস এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, চিত্র শিল্পী আব্দুল আজিজ, মাগুরা আদি বানিয়াজ সমাজ কল্যাণ সমিতির সভাপতি হীরা লাল কর্মকার, সাধারণ সম্পাদক সুবোধ বাগদী ও বাংলাদেশ দলিত পরিষদের জেলা সভাপতি স্বপন কুমার দাস। সভায় প্রত্যেক বক্তা আই কমিশন কর্তৃক সুপারিশ কৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন, সকল মহানগরী ও পৌরসভাসমূহে দুলিত জনগোষ্ঠীর আবাসন, দলিত শিক্ষার্থীদের উপবৃত্তি সরকারী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোঠা ও সরকারী চাকুরীতে দলিত জন গোষ্ঠীর জন্য কোঠা পরিবর্তন করতে নানা সুপারিশ জানানো হয়। মানববন্ধন এ জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্তিক, প্রান্তিক দলিত, হরিজন ও আদিবাসি সম্প্রদায় ভুক্ত প্রায় ১শতাধিক সদস্যরা অংশ নেয়।



মন্তব্য চালু নেই