মাগুরার ২টিতে আ’লীগ একটিতে বিদ্রোহী জয়ী
মাগুরা সংবাদদাতা ॥ মাগুরার তিন ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে দুইটিতে আওয়ামীলীগ ও একটিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
রিটানিং অফিসার মধুসুদন সাহা ঘোষিত ফলাফলে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুহতাসিম বিল্লাহ সংগ্রাম। তিনি পেয়েছেন ৮ হাজার ২৪০ ভোট। ৬ হাজার ৪৬৩ ভোট পেয়ে নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতিকের কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি।
শালিখার গঙ্গারামপুর ইউপিতে ৫২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল হালিম। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিন উদ্দিন এ ফলাফল নিশ্চিত করেছেন।
মহম্মদপুর উপজেলা সদর ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু মিয়া। নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী ইকবাল আকতার উজ্জল। রিটানিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা এ ফলাফল জানিয়েছেন।
মন্তব্য চালু নেই