৩ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা : মাগুরায় শান্তিপূর্ণ ভোট গ্রহন

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে মহম্মদপুর ইউনিয়ন পরিষদসহ অপর ৩ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের ভোট গ্রহন। তবে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে শ্রীপুরের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহন স্থগিত চেয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে আবেদন করেছেন শ্রীকোল ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কুতুবুল্লাহ কুটি। অন্যদিকে নির্বাচনবিধি লংঘনের অভিযোগে মহম্মদপুর সদরে অভিজিৎ বিশ্বাস, সোহাগ হোসেন ও আবুল বাসার নামে ৩ ব্যক্তিকে মোট ২হাজার ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সীমানায় জটিলতায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ থাকা মাগুরার মহম্মদপুর উপজেলার মহম্মদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ৭ মের পরিবর্তে গতকাল সোমবার অনুষ্ঠিত হবার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এই ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সহিংসতার কারনে গত ৭মে স্থগিত শালিখার বামনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩ এপ্রিল স্থগিত শ্রীপুরের বারইপাড়া ভোট কেন্দ্রের পুনঃভোট সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়। একইভাবে শান্তিপুর্ণ ভোট হয়েছে দুই সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীর সমান সংখ্যক ভোট পাওয়ার কারনে ২৩ এপ্রিল স্থগিত শ্রীপুরের সব্দালপুরের ৩ নম্বর ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ভোট গ্রহন।

এদিকে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া এলাকার ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে এই কেন্দ্রের নির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কুতুবুল্লাহ কুটি।



মন্তব্য চালু নেই