‘মাকে আমাদের সামনে ভাত খেতে দেখিনি’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাতে মাকে কোনোদিন আমাদের সামনে ভাত খেতে দেখিনি। সব ভাত আমাদের ৩ ভাইকে খাওয়ে দিতেন। মা কতদিন রাতে এভাবে বুভুক্ষু ছিলেন তার কোনো হিসেব নেই। রবিবার সোনারগাঁও হোটেলে আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড-২০১৪: রত্নগর্ভা মা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মায়ের প্রতি সম্মান জানিয়ে তিনি এসব কথা বলেন। মায়ের প্রতি স্মৃতিচারণ করে মন্ত্রী আরও বলেন, বড় কষ্টের মধ্য দিয়ে মা আমাদের মানুষ করেছেন। প্রায় রাতে মা না খেয়ে থাকতেন কিন্তু আমাদের বুঝতে দিতেন না।

তিনি আরও বলেন, ৭ম থেকে নবম শ্রেণি পযর্ন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে তিনবার নাম কাটা গিয়েছিল। বেতন না দেওয়া কারণে পড়াশুনা বার বার বাধার সম্মুখীন হয়েছিল। কিন্তু মায়ের ভালোবাসায় এগিয়ে চলেছি। ৩ বছর হলো জননীকে হারিয়েছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছোটবেলায় আমি খুব ডানপিটে ছিলাম। সেই জন্য মা প্রায় মারধর করতেন। এই জন্য অনেক বাড়ি ফিরতে দেরি করতাম। কিন্তু বাড়ি ফিরতে দেরি হলে মা পথের দিকে চেয়ে থাকতেন।

বাড়ি ফিরে মাকে মা বলে না ডাকলে তিনি ঘুমাতেন না। মা অনেক কষ্টে মানুষ করেছেন। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। মায়ের প্রতি স্মৃতিচারণ করে কামাল বলেন, ১৯৭১ সালে আমি যখন মুক্তিযুদ্ধ করতে গিয়েছিলাম। সেই সময় মা আমার কথা চিন্তা করতে করতে কঙ্কালসার হয়ে গিয়েছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ রফিক উদ্দিন আহমদ, শিক্ষাবিদ হামিদা আলী, আজাদ প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরি, রোকেয়া প্রাচী প্রমূখ।



মন্তব্য চালু নেই