মাইনে নেই সাত মাস, বিয়ে বাতিল ভারতীয় যুবকের

দুবাইয়ে কর্মরত হায়দরাবাদবাসী এক ভারতীয় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার তাঁর বিয়ে বাতিল করে দিলেন, কারণ সাত মাস ধরে তিনি কোনও বেতন পাননি। মহম্মদ আবদুল খাদির, ভারতের হায়দরাবাদের বাসিন্দা, কর্মসূত্রে এখন দুবাইয়ে থাকেন। তিনি যে সংস্থায় কাজ করতেন সেখানে তাঁর মাসিক বেতন ছিল সাড়ে ছ’ হাজার দিরহাম, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক এক লক্ষ তেরো হাজার, ৬৪৪ টাকা। তিনি শেষবার বেতন পেয়েছিলেন গত বছর অক্টোবরে, তাও সাড়ে তিন হাজার দিরহাম।

খাদির আরও বলেন, তাঁর বোনের বিয়ের জন্য তিনি ছ’ লক্ষ টাকা এক ব্যক্তির থেকে ধার নিয়ে ছিলেন। সেই টাকাও এখনও পর্যন্ত তিনি শোধ দিতে পারেননি তাঁর বেতন না হওয়ায়। তাঁর নিয়োগকর্তারা তাঁকে শুধু মাঝেমধ্যে কয়েকশো দিরহাম দিয়েছে এই কয়েক মাসে এবং ধৈর্য্যের সঙ্গে অপেক্ষা করতে বলেছে। তবে আর অপেক্ষা করা সম্ভব নয় বলে, মহম্মদ খাদির গত ২০ এপ্রিল দুবাইয়ের শ্রমিক আদালতে তাঁর নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।



মন্তব্য চালু নেই