মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপির এলাকার মেইন পিলার ৬০/৪৮-আর এর নিকট রোববার বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ শিলবাড়ী ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জব্বার সিং।

অপরদিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোসালপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ রামনগর কোম্পানী কমান্ডার এএসআই সুনিল কুমার।

উল্লেখিত দুটি পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার যাতে না হয় সে ব্যাপারে আলোচনা হয়।



মন্তব্য চালু নেই