‘মহিলা সিটে’ পুরুষ বসলে জেল-জরিমানা
যানবাহনে ‘মহিলাদের জন্য সংরক্ষিত আসনে’ কোনো পুরুষ বসলে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে।
সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসংক্রান্ত সড়ক পরিবহন আইন, ২০১৭-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়। খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আইনের খসড়ায় ২৫টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশনার পাশাপাশি যাত্রীদের জন্যও কিছু নির্দেশনা রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
সচিব আরো জানান, আইন অনুযায়ী চালকদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি চালকের সহকারীদের (হেলপার) অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে এবং সহকারী লাইসেন্স নিতে হবে। এ ছাড়া কোনো চালক গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
মন্তব্য চালু নেই