ব্ল্যাকমেল করে ৬ বছর ধরে মহিলাকে ধর্ষণ করল মন্দিরের পুরোহিত (ভিডিও)

৩৯ বছরের মহিলাকে দীর্ঘ ছ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লির রোহিনী এলাকার এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, রাজেশ পাণ্ডে নামে ওই পুরোহিত ওই মহিলাকে গত ছয় বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

রাজেশ ধর্ষণের দৃশ্যের ভিডিও তুলে ওই মহিলাকে ব্ল্যাকমেল করত। যদিও পুলিশ এখনও ওই ভিডিও-র হদিশ পায়নি। ঘটনার তদন্ত চলছে।

baba1 baba2 baba3

নিচে দুইটি প্রতীকী ভিডিও দেওয়া হল:

https://youtu.be/Lz8eocSAEgo

https://youtu.be/1myz9_r8K8k



মন্তব্য চালু নেই