মহাসচিব হয়েই কারাগারে ফখরুল

বিএনপির মহাসচিব হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে রাজধানীর পল্টন থানার তিনটি নাশকতার মামলায় আদালতে হাজির হয়ে জামিন চান ফখরুল। শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট গোলাম নবী দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একটি মামলায় জামিন দেয়া হয় ফখরুলকে।

২০১৫ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি জোটের আন্দোলনের সময় পল্টন থানায় এসব মামলা দায়ের করা হয়। গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ।

এদিকে দীর্ঘদিন ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালনের পর আজ সকালে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি বেশ কয়েকবার বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন।



মন্তব্য চালু নেই