মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে আহত-১৪

গতকাল শুক্রবার নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৪জন আহত হয়েছে।তাদেরকে উপজেলা সাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হলে ৯ জনের অবস্থা আশাঙ্কা জনক পরিনতিতে তাদের
রাজশাহী বিভাগীয় মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মহাদেবপুর
উপজেলার সদর ইউনিয়নের জন্তিগ্রামের মোশারফ হোসেন সরদারের ছেলে জুয়েল
হোসেন সরদার জানান,তার সাথে বিপক্ষভাগীদার দাবীদারির সাথে দীর্ঘদীন যাবত
বিরোধ চলে আসছিল।এ ব্যাপারে আদালতে মামলা এখন পর্যন্ত বিচারাধীন
রয়েছে।শুক্রবার সকালে সাখাওয়াত গ্রুপের লোকেরা বিরোধীর জমিতে রোপন করা
আমন ধান কাটতে গেলে খবর পেয়ে জুয়েল গ্রুপের লোকেরা বাধা দিলে সংঘর্ষের
সূত্রপাত ঘটে।সংঘর্ষে উভয় পক্ষের লাঠির আঘাতে হোসেল আলী(৩০),বেলাল
হোসেন(৩৯),তানজিল হোসেন(১৮),আজাদুল ইসলাম(৪০),সন্তাজ আলী(৫০),আমজাদ
হোসেন(৪৪) এরং জুয়েল গুপের হাবিব(২৫), সোহেল রানা(২৫), পিন্টু(৩০), নজরুল
ইসলাম(৪৮), আমজাদ হোসেন(৫০) ও নিজামউদ্দীন(৩৫) মারাত্নক ভাবে আহত
হয়।মহাদেবপুর থানার ওসি গতকাল জানিয়েছেন উভয়পক্ষের মামলার প্রস্তুতি
চলছে।



মন্তব্য চালু নেই