মহাখালীতে বন ভবনে আগুন
রাজধানীর মহাখালী এলাকায় বন ভবনে আজ সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপরই সেখানে চারটি ইউনিট পাঠানো হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, সাততলার বন ভবনের পাঁচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবন থেকে কর্মকর্তা-কর্মচারী সবাই নিচে নেমে গেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পঞ্চম তলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত।
মন্তব্য চালু নেই