মসজিদের জমি দখলে বঙ্গমাতার নামে সাইনবোর্ড
সাভারে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের নামে সাইনবোর্ড ঝুলিয়ে মসজিদের চার শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে সাভারের দক্ষিণ বক্তারপুর বাঁশহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা মসজিদের মুতোওয়াল্লির নাম পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ বক্তারপুর এলাকায় ২০১০ সালে সাত শতাংশ জমিসহ একটি টিনসেড মসজিদ ওয়াকফ করে দেন সাভারের ব্যবসায়ী আজাদ উর রশীদ।
মসজিদের জমিতে বেশ কয়েকটি দোকানও রয়েছে। ওইসব দোকানের উত্তোলিত ভাড়া মসজিদের জন্য ব্যয় করা হয়।
তবে ২০১১ সালে সন্ত্রাসীদের গুলিতে আজাদ উর রশিদ নিহত হন। এরপর থেকেই একটি চক্র মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কয়েকজন লোক ‘আজাদ উর রশিদ নগর শাহী জামে মসজিদ’র সাইনবোর্ড খুলে সেখানে বঙ্গমাতা ফজিলাতুননেছা জামে মসজিদের সাইনবোর্ড সেটে দেন। পাশাপাশি মসজিদের চার শতাংশ জমিও দখল করে নেয় তারা।
এসব ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন আজাদ উর রশীদের ছেলে আবুল কালাম আজাদ।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক জানান, ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই