মমতার শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৭ মে কলকাতার রেড রোডে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। খবর ডেকান ক্রোনিক্যাল।
মমতার ওই শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, আরজেডির প্রধান লালু প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রেলমন্ত্রী সুরেশ প্রভু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুন জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেষ যাদব, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানও রয়েছে আমন্ত্রিত অতিথি তালিকায়।
তবে অতিথির তালিকায় থাকা এসব নেতৃবৃন্দকে এখনো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বলেন, মমতার জয়ে যেসব নেতা ও তারকা অভিনন্দন জানিয়েছেন অথবা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তাদেরকেই আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিদির বিজয়ে প্রথম অভিনন্দন জানিয়েছেন।
শপথ অনুষ্ঠান সম্পর্কে এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমি এই জয় বাংলার মানুষকে উৎসর্গ করেছি। এ জন্য রেড রোডে জনতার মাঝে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি’।
রেড রোডকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, যদি এই অনুষ্ঠান রাজভবনে অনুষ্ঠিত হতো তাহলে সেখানে মাত্র ৩ হাজার মানুষ অংশ নিতে পারবে। এমনকি নেতাজি ইনডোর স্টেডিয়ামে সর্বোচ্চ ১২ হাজার মানুষের জায়গা হবে। যেখানে রেড রোডের উৎসবে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবে।
মমতা ব্যানার্জি বলেন, তিনি ব্যাপক জনসমাগম ঘটাতে চান, কেননা তৃণমূল কংগ্রেস হচ্ছে জনতার দল।
মন্তব্য চালু নেই