মমতার মন্ত্রিসভায় কে কোন দফতর পেলেন…

মন্ত্রিসভা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন–

মমতা–স্বরাষ্ট্র, ভূমি সংস্কার, ক্ষুদ্র শিল্প, পাহাড়, স্বাস্থ্য, তথ্য-সংস্কৃতি, সংখ্যালঘু উন্নয়ন; অমিত-অর্থ, শিল্প, বাণিজ্য; ব্রাত্য-তথ্য-প্রযুক্তি; পার্থ-শিক্ষা; শোভনদেব-বিদ্যুৎ; ফিরহাদ-পুর ও নগরোন্নয়ন; অবনী জোয়ারদার–কারামন্ত্রী; ইন্দ্রনীল-তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী; ক্রীড়ামন্ত্রী-অরূপ বিশ্বাস; জাভেদ-অসামরিক ও বিপর্যয় মোকাবিলা; শুভেন্দু–পরিবহন; গৌতম দেব-পর্যটন; জ্যোতিপ্রিয় মল্লিক-খাদ্য; শোভন চট্টোপাধ্যায়-দমকল ও আবাসন, পরিবেশ; লক্ষ্মীরতন শুক্ল-ক্রীড়া প্রতিমন্ত্রী; বিনয় বর্মন-বন; সাধন পাণ্ডে-ক্রেতা সুরক্ষা; সুব্রত মুখোপাধ্যায়-পঞ্চায়েত; চন্দ্রনাথ সিংহ-মৎস্যমন্ত্রী; মলয় ঘটক-আইন ও শ্রম; রাজীব বন্দ্যোপাধ্যায়-সেচ; তপন দাশগুপ্ত-কৃষি বিপণন; জেমস কুজুর-আদিবাসী উন্নয়ন; শশি পাঁজা-স্বাস্থ্য ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী; সিদ্দিকুল্লা-গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার প্রতিমন্ত্রী; ডেপুটি স্পিকার-হায়দর আজিজ স্বফি; অসীমা পাত্র-কারিগরি শিক্ষা; আব্দুর রেজ্জাক মোল্লা-খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান; জাকির হোসেন-শ্রম প্রতিমন্ত্রী; স্বপন দেবনাথ-পঞ্চায়েত প্রতিমন্ত্রীও রবীন্দ্রনাথ ঘোষ-উত্তরবঙ্গ উন্নয়ন। খবর : আনন্দবাজার



মন্তব্য চালু নেই