মন্ত্রী লতিফ সিদ্দিকীকে উকিল নোটিশ

আদালত অবমাননার অভিযোগ এনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকীর নামে উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

রোববার দুপুরে সুপ্রিমকোর্টের আইনজীবী আসাদুজ্জামান নোটিশটি ফ্যাক্স ও কুরিয়ারের মাধ্যমে মন্ত্রী বরাবর পাঠানো হয়।

নোটিশের জবাব দিতে মন্ত্রীকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

উল্লেখিত সময়ের মধ্যে জমির টেলিকমের সিগন্যালিং লিংক সংযোগ দেয়া না হলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানান আইনজীবী।

মন্ত্রীর প্রতি দেয়া নোটিশে বলা হয়, এর আগে ২০১০ সালের গত ১৭ মার্চ বিনা নোটিশে জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে ওই বছরের ২২ এপ্রিল নোটিশ অবৈধ ঘোষণা করা হয় এবং পুনরায় জমির টেলিকমের সংযোগ দেয়ার জন্য বিটিসিএলের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট।

নোটিশে বলা হয় পরবর্তীতে আরবিট্রেশন ট্রাইব্যুনালেও ২০১২ সালের ৩ মার্চ এক অন্তবর্তী আদেশে জমির টেলিকমের সংযোগ চালু রাখার নির্দেশ দেন।

পরবর্তীতে ১১ মার্চ হাইকোর্টের আরবিট্রেশন শেষ না হওয়া পর্যন্ত বিটিসিএলের প্রতি সংযোগ নিচ্ছিন্ন না করার আদেশ দেন।

কিন্তু আরবিট্রেশন চলাকালীন সময়ে হাইকোর্টের রায় অমান্য করে মন্ত্রী লতিফ সিদ্দিকির নির্দেশে ২০১৪ সালের ২০ মার্চ জমির টেলিকমের সংযোগ আবারও বিচ্ছিন্ন করে দেয় বিটিসিএল।

বিটিসিএলের কাছে পাঠানো অফিস নোটে সংযোগ বিচ্ছিনের বিষয়ে মন্ত্রী লিখেন, ‘নিষেধাজ্ঞা আছে জেনেও আদালত অবমাননার দায় ঘাড়ে নিয়ে নির্দেশ দিচ্ছি যে এই মুহূর্তে জমির টেলিকমের সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।’

নোটিশে বলা হয়, তিনি (মন্ত্রী) আরও লিখেছেন, ‘আদালত উদারতা প্রর্দশন করলেও জনপ্রতিনিধি হিসেবে অন্যায় আদেশ মেনে নেয়া সম্ভব নয়।’

আদালতের আদেশ উপেক্ষা করে বিটিসিএলকে মন্ত্রীর লিখিত আদেশ আদালত অবমাননার শামিল বলে আইনজীবীর নোটিশে উল্লেখ করা হয়।

ওই আইনজীবী আরও বলেন, ‘আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা থেকেই আমি এ নোটিশ পাঠিয়েছি।

উল্লেখ্য, জমির টেলিকম জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমিরের একটি প্রতিষ্ঠান।



মন্তব্য চালু নেই